মো. শাহাদাত হোসেন : জেঁকে বসেছে শীত। মধ্যরাতে পড়তে শুরু করে ঘন কুয়াশা। রাত শেষে ভোরের ঠান্ডা হাওয়া, সকালে মিষ্টি রোদ আর সন্ধ্যার পরে ঘন কুয়াশা জানান দিচ্ছে নামছে তাপমাত্রা। দূর্বাঘাসের ডগায় ভোরের শিশিরে ভোরের সূর্য হালকা লালচে রঙের ঝিলিক জানান দিচ্ছে শীত জেঁকে আসছে। ভোরে অনেকেই নিজ নিজ গন্তব্যে বের হচ্ছেন গরম কাপড় গায়ে মুড়িয়ে। গ্রামগুলোতে দেখা গেছে, বাড়ির উঠানে মিষ্টি রোদে বসে রং-বেরঙের সুতা দিয়ে পুরোনো কাঁথা নতুন করে সেলাই করে নিতে ব্যস্ত সময় পার করছেন নারীরা।
কয়েক দিন ধরে দিনের বেলা কিছুটা গরম অনুভূত হলেও সন্ধ্যায় উত্তর দিক থেকে হিমালয়ের হিম বাতাস বইতে শুরু করে। মধ্যরাতের পর থেকে ভোররাত পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে চারপাশ।
জানা গেছে, কয়েক দিন ধরে ঢাকার জেলার দোহার-নবাবগঞ্জ উপজেলাসহ আশে পাশের জেলাগুলোতে কমতে শুরু করছে তাপমাত্রা। কয়েকদিন ধরে সন্ধ্যার পর বইছে হিমেল হাওয়া। প্রতি বছর শীত অনুভূত হওয়ায় শুরুতে খেটে খাওয়া ও দরিদ্র মানুষেরা পরছেন চরম দুর্ভোগে।
স্থানীয়রা বলছেন, এ বছর আগাম শীত অনুভব হচ্ছে। দিনের বেলা কিছুটা গরম থাকলেও সন্ধ্যা নামার পর থেকেই হালকা কুয়াশা পড়তে শুরু করে। রাতভর হালকা বৃষ্টির মতো কুয়াশা ঝরে। মাঠে মাঠে ফসলের ক্ষেত ভোরের হালকা কুয়াশায় ঢেকে যায়। শীতের সঙ্গে সঙ্গে করোনার প্রকোপও বাড়তে শুরু করেছে। তাই আমাদের অন্য বছরের থেকে এবার বেশি সতর্ক থাকতে হবে।
এদিকে, বাজারে ওঠা শীতের সবজি যেন হয়ে উঠেছে শীতের বার্তাবাহক। গ্রাম ও শহরের হাট-বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, মুলা, শালগম, ওলকপি, গাজর, টমেটো প্রভৃতি।
সবজি চাষিরা জানান, হালকা শীতের কারণে ফসলে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ শুরু করে। এতে ফসলে কীটনাশক প্রয়োগ করতে হয়। উৎপাদন খরচও বেড়ে যায়। কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, কৃষি বিভাগের মাঠপর্যায়ে কর্মীরা কৃষকদের কারিগরি সহায়তাসহ বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছেন।