নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, তাদের জীবন যাত্রার মান কিভাবে উন্নত হবে, দেশকে কিভাবে উন্নত করা যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক এসব নিয়ে চিন্তা করেন। শুধু তাই নয় শেখ হাসিনার সকল সিদ্ধান্ত দুঃখী মানুষের জন্য। রোববার সাড়ে ১২টায় ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষদের মাঝে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি এসব কথা বলেন।
এমপি বলেন, মার্চ মাস স্বাধীনতার মাস। দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আমার সেরকম সাক্ষাৎ হয় না। এই মার্চ মাসে আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে অনেক আনন্দ উপভোগ করছি। যেহেতু এখন কোভিড-১৯ প্রায় নিয়ন্ত্রনে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে নিয়মিত এলাকায় আসবো। আমি খুব শিগগিরিই ইউনিয়ন পর্যায় জনগণদের সাথে দেখা করতে আসবো।
তিনি বলেন, আমি নির্বাচনের আগে যে সকল উন্নয়নের কথা বলেছি তা রাখার চেষ্টা করে যাচ্ছি। আরও যে সকল উন্নয়ন বাকি রয়েছে সে সকল প্রকল্প প্রস্তুত করে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছি। আমি বলেছি দোহার নবাবগঞ্জে রাস্তা ঘাট অনেক খারাপ। তিনি আমার কাছে জানতে চেয়েছেন কত টাকার প্রকল্প আমি বলেছি প্রায় এক হাজার কোটি টাকা। তিনি বলেছেন সমস্যা নেই একনেকে পাঠালেই তিনি পাশ করে দিবেন। এরজন্য আমি আপনাদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, আমি খুব শিগগিরিই সারা বাংলাদেশ ব্যাপি শিক্ষা এবং চিকিৎসার জন্য পাইলট প্রকল্প গ্রহন করবো। যা দোহার-নবাবগঞ্জ থেকে শুরু করতে চাচ্ছি। এতে আমার নির্বাচনী এলাকা আরও এগিয়ে যাবে।
সালমান এফ রহমান আরও বলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের প্রভাব বাংলাদেশেও পড়েছে। এতে করে বাংলাদেশের অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ১ কোাটি পরিবারের মাঝে এই টিসিবির পণ্য বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন। তারই ধারাবাহিকতায় দোহারে একুশ হাজার একানব্বই এবং নবাবগঞ্জে এগারো হাজার সতেরো জনকে এই টিসিবির পণ্য দেওয়া হবে।
এসময় দোহারে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম সাকিব, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, দোহার আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, আবির জেনারেল হাসপাতালের কর্ণদ্বার ইফতেখার আহমেদ হৃদয়, নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন, বিলাসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ চোকদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হোসেনসহ আরও অনেকে।
এদিকে সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন ও বিতরণ করেন সালমান এফ রহমান এমপি।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দদিন মনজু, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও শোল্লা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।