মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার রক্ষিতপাড়া এলাকায় এক প্রবাসীর বসতবাড়িতে চুরির ঘটনা ঘটার ২৫ দিন পেরিয়ে গেলেও কোনো আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী নাসরীন খানম।
লিখিত অভিযোগে নাসরীন খানম (৪৫) জানান, তার ফুফাত ভাই জাপান প্রবাসী মো. লস্কর ইমরান ও তার স্ত্রী মোছাঃ আকলিমা আক্তারের বসতবাড়িতে স্থানীয় কয়েকজনের সহায়তায় চুরির ঘটনা ঘটে। ২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় আকলিমা আক্তারের ঘরের তালা ভেঙে ১৬টি বৈদ্যুতিক ফ্যান, দুটি খাট, গ্যাস সিলিন্ডার, গ্যাস চুলা ও বৈদ্যুতিক তারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল চুরি হয়।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, বিবাদীরা রেনু আক্তার, রাকিব হোসেন, মনির হোসেন, জাহানারা বেগম ও নয়ন- পূর্বে ওই বাড়িতে থেকে ঘর দেখাশোনা করতেন। তবে ধারণা করা হচ্ছে, তারাই মূল চাবির ডুপ্লিকেট তৈরি করে চুরির ঘটনায় জড়িত থাকতে পারেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর ২৫ দিন পার হলেও সিরাজদিখান থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নাসরীন খানম ও তার পরিবারের সদস্যরা।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই নাহিদ বলেন, অভিযোগটি পূর্বে অন্য এক কর্মকর্তার কাছে ছিল, বর্তমানে আমার কাছে তদন্তের দায়িত্ব রয়েছে। বাড়ির মালিক প্রবাসে থাকায় এবং কোনো কেয়ারটেকার না থাকায় ভেতরের অংশে এখনও তদন্ত করা সম্ভব হয়নি। তবে আজ দুপুরে বাড়ির একজন প্রতিনিধি আসবেন, তাকে সঙ্গে নিয়ে ভেতরের তদন্ত করা হবে। ইতোমধ্যে বাড়ির বাইরের অংশে প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে।


এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধি: 























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































