সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : “সামাজিক পূজিগঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি সেবাসমূহ জনবান্ধবকরণ (লোকমোর্চা) প্রকল্প” উপজেলা পর্যায়ে লোকমোর্চার বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার মধ্যসিংগাইর ওয়েভ ফাউন্ডেশন প্রকল্প অফিসের হলরুমে লোকমোর্চা উপজেলা সমন্বয়কারী হাবিবুল ইসলামের সঞ্চালনায় লোকমোর্চার সভাপতি হাজী আব্দুল বারেক খান সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন-ওয়েভ ফাউন্ডেশনের মাইগ্রোফাইনেন্স বিভাগের পরিচালক মো. কফিল উদ্দিন, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারি হোসাইন ইসলাম রিপন, উপ-সমন্বয়কারি কামরুজ্জামান যুদ্ধ, সহকারী সমন্বয়কারী ফিরোজ হোসেন, লোকমোর্চার সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আলোক সাহা, মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন নান্নু, সাদেক আলী, কফিল উদ্দিন, জার্মিত্তা ইউনিয়ন লোকমোর্চার সভাপতি ফজলুর রহমান, সাবেক কৃষি কর্মকর্তা মো. রমিজউদ্দিন ও বিভিন্ন ইউনিয়ন লোকমোর্চার সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।