সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মাদকদ্রব্যর অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে মানিকগঞ্জের সিংগাইরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে নিউ মার্কেট সম্মেলন কক্ষে উপজেলা রিসোর্ট সেন্টার ইন্সট্রাক্টর জোহরা খাতুন এর সঞ্চালনায় নির্বাহী অফিসার দিপন দেবনাথ এর সভাপতিত্ব করেন।
এ সময় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন -অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফা জহুরা বক্তব্য তিনি বলেন-বাংলাদেশে বড় চ্যালেন্স হয়ে দাড়িয়েছে যুব সমাজকে রক্ষা করা। তাই ছেলে মেয়েরা কোথায় যায়,কার সাথে মিশে এগুলি খেয়াল রাখতে হবে। জনগণের মাঝে মাদকের কুফল সম্পূর্কে ধারনা দিতে হবে।
ওয়ার্ড ভিত্তিক এ ব্যাপারে আলোচনা করে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে তিনি আরোও বলেন মিডিয়াতে মাদক নির্মূলে ব্যাপক ভূমিকা রাখতে পারে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান,ইউএনও দিপন দেবনাথ,সহকারী কমিশনার(ভূমি)শাম্মা লাবিবা অর্নব,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্যা,,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর কাজী কামরুজ্জামান,পৌর মেয়র আবু নাঈম মো.বাশার প্রমুখ।
এ ছাড়া ১টি পৌরসভা ১১টি ইউপি চেয়ারম্যান,সদস্যসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায় পৌরসভা,ইউনিয়ন টিম গঠন করে মাদক নির্মূলে বিভিন্ন মতামত লিখিতভাবে উপস্থাপন করেন