সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ৫০পিচ ইয়াবা ও ৬ লিটার চোলাই মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছেন থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জয়মন্টপ বেপারী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হলেন-উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বেপারী পাড়ার মো. বাবুল বেপারীর ছেলে মনির বেপারী (২৮) পশ্চিম ভাকুম গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে আকাশ মোল্লা (১৮)।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়মন্টপ বেপারি পাড়া এলাকায় মনির বেপারি ও আকাশ মাদক বেচা-কেনা করছিল। গোপন সংবাদ পেয়ে এস.আই আব্দুর রহিম মিয়া, এএসআই বাবুল হোসেন, এএসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাদকসহ তাদের হাতে নাতে আটক করেন।
এ ব্যাপারে এসআই আব্দুর রহিম বলেন- আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হবে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































