মানিকগঞ্জ প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবশ উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে ‘অক্সিজেনের রাজ্য গড়ি হরিরামপুর সবুজে ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হরিরামপুর শ্যামল নিসর্গ সংগঠনের আয়োজিত বৃক্ষরোপনের মাধ্যমে “সবুজ হরিরামপুর গড়ে তুলি” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫জুন) বিকেলে উপজেলার হেলিপ্যাড সংলগ্ন রাস্তার ধারে জারুল গাছ রোপনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এরপর সংগঠনের কর্মী প্রণব পালের সঞ্চালনায় ও সমন্বয়ক মো. ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’ সংগঠন আয়োজিত আমাদের-গাছ-আমাদের হরিরামপুর নামক গাছের সেলফোন ছবি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক এসএম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম, হরিরামপুর শ্যামল নিসর্গ সংগঠনের মুখপাত্র পলাশ সূত্রধর।
এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক বাবু গিরীন্দ্র কুমার রায়, আইন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব ও সংগঠনের কর্মী তৈয়বুল আজহার, সহকারী অধ্যাপক সুজন রুহুল, সাবেক ভাইস-চেয়ারম্যান আবুল বাশার সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, সংগঠনের কর্মী মুনশী সোহাগ প্রমুখ।
উল্লেখ্য, যত্রতত্র প্লাস্টিক-পলিথিন, ময়লা আবর্জনা না ফেলে ডাস্টবিন ব্যবহারে জনসচেতনতা তৈরি করা। হরিরামপুরের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উন্মুক্ত জায়গায়, রাস্তার ধারে, বসত বাড়িতে, পর্যটনের সম্ভাবনাময় পদ্মাতীরে বিভিন্ন ধরনের ফুল, ফল ও ছায়াবৃক্ষ রোপণের মাধ্যমে ‘সবুজ হরিরামপুর গড়ে তুলি’ কর্মসূচি বাস্তবায়ন করাই এই সংগঠনের উদ্দেশ্য বলে জানিয়েছেন সংগঠনের কর্মীরা।


Reporter Name 












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































