নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে যাবেন তার ব্যক্তিগত চিকিৎসক দল। আজ (মঙ্গলবার) বেলা আড়াইটার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় যাওয়ার কথা রয়েছে চিকিৎসকদের।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা ম্যাডামের স্বাস্থ্য পরীক্ষা করতে বেলা আড়াইটার দিকে তার বাসভবনে যাব। তার শরীরে করোনার কোনো উপসর্গ নাই। এরপর শরীরের অভ্যন্তরে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে কি-না তা জানতে নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।’
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আজ তাকে দেখতে যাওয়ার কথা রয়েছে বলেও জানান ড. মামুন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের শরীরের করোনার কোনো উপসর্গ নেই। তার অবস্থা স্থিতিশীল। কিন্তু বাড়তি সতর্কতার অংশ হিসেবে আমরা প্রতিনিধি একজন করোনার রোগীর যেসব স্বাস্থ্য পরীক্ষা করার দরকার, সেগুলো করছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, গুলশানের বাসভবন ফিরোজার দ্বিতীয় তলায় একটি রুমে আছেন খালেদা জিয়া। লন্ডন অবস্থানরত পুত্রবধূ ডা. জোবাইদা রহমানের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এই মেডিকেল বোর্ডে বিভিন্ন দেশের ডাক্তাররা যুক্ত আছেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘ডাক্তাররা জানিয়েছেন ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতোই আছে। তার জ্বর, গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট কোনোকিছুই নাই।’
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা ভাইরাসে আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে প্রথমে দলের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়নি। পরে ওইদিন বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে খালেদা জিয়া করোনা আক্রান্তের বিষয়টি জানান। একই সঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।


Reporter Name 












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































