নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদকে ফুলেল ভালোবাসায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে এএফএম ফিরোজ মাহমুদকে বিদায় সংবর্ধনা দেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।
এছাড়াও বৃহস্পতিবার সকাল হতে শুক্রবার বিকেল পর্যন্ত বিদায়ী অতিথি এএফএম ফিরোজ মাহমুদকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বির সঞ্চালনায় ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সুজাহার বেপারী, ইউপি চেয়ারম্যানগণসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে বিদায়ী সংবর্ধনা হিসেবে তাকে একাধিক ক্রেস্ট প্রদান করা হয়।
প্রসঙ্গত, তিনি গত ২০২০ সালের ১৮ জুলাই দোহার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে ইউএনও হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনেক সুনাম অর্জন করেন তিনি। পরে ফিরোজ মাহমুদ মন্ত্রিপরিষদ বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদন্নোতি হন। বুধবার প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু ফতেহ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।