নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গরিব ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা আব্দুল ওয়াসেক মিলনায়তনে ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুবুর বেপারী সভাপতিত্বে ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, অ্যাড. সাফিল উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের- অ্যাড. মো. শাহীন, মো. দেলোয়ার হোসেন, রাহুল দাস, নির্মল ঘোষ, জাবেদ আল মাসুদ, মো. জামিল, ঢাকা জেলা দক্ষিণের- অতুল সরকার জুয়েল, মনির হোসেন জিয়া, মাসুদ কামাল রানা, দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের- লুৎফর রহমান, রাজীব শরীফ, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পলাশ চৌধুরী, সুজন বাবু, সেলিম খান, দিলিপ মন্ডল, মো. পলাশ প্রমুখ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































