মো.জাহাঙ্গীর হোসেন, রাঙ্গাবালী : পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় সাদুল হাওলাদার ওরফে নাজমুল হোসেন (২২) নামে যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিন চর বেষ্টিন বেড়ি বাধঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদুল হাওলাদার ওরফে নাজমুল হোসেন চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টিন গ্রামের মোহাম্মদ নাসির হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টিন এলাকায় সোমবার বিকেলে আসাদুল হাওলাদার ওরফে নাজমুল হোসেন টলি গাড়ি চালাইতে গিয়ে দক্ষিন চর বেষ্টিন বেড়ি বাধঁ থেকে আসার পথে টলি গাড়িটি উলটে গেলে ঘটনাস্থলে নাজমুলের মৃত্যু হয় এবং রাসেল ও মোহাম্মদ রশির গুরুতর আহত হয়।
এ ব্যাপারে চরমোন্তাজ তদন্ত কেন্দ্র ইনচার্জ মিজানুর রহমান নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে আছি, আমরা কাজ করছি।


Reporter Name 












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































