নিজস্ব প্রতিবেদক. ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা এলাকার বাসস্ট্যান্ডে ঘুরতে দেখা যায় ৮-৯ বছর বয়সী জান্নাতুল ফেরদৌসকে। দাদুর সাথে যাবার পথে রাজধানী ঢাকার গুলিস্তান এলাকা থেকে হারিয়ে যায় জান্নাত।
গুলিস্থান থেকে এক সিএনজি চালিত অটোরিকশা চালক তাকে নবাবগঞ্জে একটি বাসে উঠিয়ে দেয়। শনিবার (৪ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে নবাবগঞ্জের মাঝিরকান্দায় তাকে নামিয়ে দেয়া হয়।
বাসস্ট্যান্ডের পাশে বিকেলে কান্না করতে দেখে স্থানীয় বাসিন্দা মো. স্বপন তাকে বাসায় নিয়ে যায়। সেখানে স্বপনের স্ত্রী জান্নাতকে বাসায় এনে খাবার খাওয়ায় ও পরিচর্যা করছে। বর্তমানে জান্নাত স্বপনের বাড়িতে অবস্থান করছে।
জান্নাত বলে, তার বাবার নাম সোহেল, মায়ের নাম ইয়াসমিন, বাড়ি কাঁচপুর। আমি একটা বাসায় কাজ করতাম। সেখান থেকে দাদুর সাথে যাবার সময় গুলিস্তানে আমি হারিয়ে যাই। ঐখানে এক সিএনজি ড্রাইভার আমাকে একটা বাসে উঠিয়ে দেয়। তারপর আমি এইখানে আসি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, এমন কোনো তথ্য আমার জানা নেই।
নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এই বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পারলাম। বাচ্চাটি যাদের কাছে আছে তারা থানায় বিষয়টি জানাক। থানা পুলিশ সন্ধান না পেলে আমরা বাচ্চাটির বিষয়ে ব্যবস্থা নিবো।


Reporter Name 












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































