নিজস্ব প্রতিনিধি : প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে খামারী ও দোকানদারদের মাঝে এসব মেশিন বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এ প্রকল্পের আওতায় উপজেলার ৭ জন খামারী ও ৩ জন মিষ্টির দোকানীকে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান আবিদ হোসেন, আলিমুর রহমান খান পিয়ারা, আব্দুল ওয়াদুদ মিয়া, আব্দুল জলিল বেপারী, তপন মোল্লা, মাসুদুর রহমান মাসুদসহ অন্যান্য অফিসার ও নেতৃবৃন্দ।