নিজস্ব প্রতিনিধি : আগামী দোহার নবাবগঞ্জ হবে মডেল উপজেলা। এই থিমকে কেন্দ্র করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি। তারই পরিকল্পনায় ইতিমধ্যে দুই উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড কিছুটা শেষ হয়েছে আবার কোনটা এখনও চলমান। সেই সাথে আরও অনেক উন্নয়ন কর্মকান্ড যুক্ত হচ্ছে।
আজ শুক্রবার (০৩ ডিসেম্বর) সে সকল উন্নয়ন কর্মকান্ড সরজমিনে পরিদর্শনে আসেন নবাবগঞ্জ বাসীর ভাগ্যের উন্নয়নের রূপকার সালমান এফ রহমান এমপি। তিনি সকাল ১০টা ৪০ মিনিটে হেলিকপ্টার যুগে দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে অবতরন করেন। সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজুর তত্ত্বাবধানে প্রথমে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ, সহকারী কমিশনার ভূমির কার্যালয় পরিদর্শন করেন। পরে পর্যায়ক্রমে নব নির্মিত উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ, শিক্ষা ও খেলাধুলার মান উন্নয়নে পীর মাহমুদিয়া এলাকায় চুড়ান্ত প্রস্তাবকৃত কে.পি.আর প্রাথমিক বিদ্যালয় ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম, উপজেলা সাবেক কোর্ট বিল্ডিং, জেলা পরিষদ বাংলো এবং আনসার ক্যাম্প পরিদর্শন শেষে ১২টা ২০ মিনিটে আবারও হেলিকপ্টার যুগে দোহারের শাইন পুকুরের উদ্দেশ্যে ফ্লাই করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার সার্কেলের সিনিয়র এএসপি মো. আরিফুল ইসলাম, আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান সায়ান ফজলুর রহমান, আনসার কমান্ডার ফারজান আক্তার ডালিয়া, উপজেলা প্রকৌশলী মো. জুলফিকার হক চৌধুরী, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. শাফিল উদ্দিন মিয়া, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদার , উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।


Reporter Name 












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































