নিজস্ব প্রতিবেদক. প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপির প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং দোহার উপজেলা প্রশাসনের পদক্ষেপে দোহার পৌরসভার সীমানা সংকোচন এবং সম্প্রসারণ আজ (২৬ জুলাই সোমবার) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর সভায় সমাধান হলো। এরই মধ্যে দিয়ে দীর্ঘ ২১ বছরের জটিলতার অবসান হলো।সোমবার বিকাল সাড়ে ৫টায় দোহার উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি থেকে এ তথ্য নিশ্চিত করে পোস্ট দিয়েছেন। সূত্র জানায়, ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর দোহার পৌরসভায় প্রথম ও শেষবারের মতো ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।
এরপর সর্বশেষ ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর দোহার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সেই বছর ১৪ অক্টোবর নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত ছিল। কিন্তু পৌরসভার সীমানা পুননির্ধারণ কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন স্থগিত রাখার জন্য ইসিকে চিঠি দেয়। চিঠি পাওয়ার পর নির্বাচন স্থগিত করেন তৎকালীন দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম।


Reporter Name 












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































