নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার ধীৎপুর এলাকায় ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ সুলতান মাহমুদ মানিক (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৬ মে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। সুলতান উপজেলার ধীৎপুর এলাকার মোঃ নুর আলম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২ টার সময় ছাগলের জন্য ঘাস কাটতে যায় সুলতান। তখন একটি পারিবারিক মৎস্য খামারের পাশে বৈদ্যুতিক তারের সাথে স্পর্শ লেগে মৃত্যু বরণ করে, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মাগরিবের পর জানাযা দিয়ে ধীৎপুর কবরস্থানে মৃত সুলতানের লাশ দাফন করা হয়।
সুলতানের অকাল মৃত্যুতে তার চাচা রফিকুল ইসলাম বলেন, সুলতান এর মৃত্যুতে আমরা শোকাহত। এত অল্প বয়সে আমাদের কাঁদিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। আল্লাহ সুলতানকে বেহেস্ত নসিব করুক। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি।