নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারের ইউজিডিএফ প্রকল্পের আওতায় করোনাকালীন প্রসূতি মায়েদের স্বাস্থ্যবিধি মেনে প্রসব ব্যবস্থা নিশ্চিতকরণে প্রসূতি কক্ষের উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকারের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক (উপসচিব) খাদিজা তাহেরা ববি প্রধান অতিথি থেকে বুধবার (০৩নভেম্বর) এর উদ্বোধন করেন ।
এসময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জসিম উদ্দিন, দোহার উপজেলা প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শিদী প্রমুখ।