নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলা ছাত্রলীগের আয়োজনে ‘‘কবিতায় বঙ্গবন্ধু এবং ১৫ ই আগস্টের শোক গাথাঁ’’ কবিতা আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এসময় উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অধ্যায়নরত প্রায় শতাধিক শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগের তত্বাবধানে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উদয় হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ, বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য জয়নাল আবেদিন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক শরীফ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথী, দোহার থানা ওসি তদন্ত মাসুদুর রহমান, বিলাসপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রাশেদ চোকদার, সুতারপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ নাসির উদ্দিন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সান্ত, ছাত্রনেতা শিহাব-উর রহমান শিকদার।
প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য মীর বরকত, প্রেসিডিয়াম সদস্য ইকবাল খোরশেদ, জয়পাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাকসুদা আক্তার প্রমুখ।