পুলিশ দ্বারা শিক্ষক নির্যাতন ও ৩ দফা দাবীতে নওগাঁর মহাদেবপুরে মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক, কারিগরি এবং মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪অক্টোবর) উপজেলার মাছ চত্তরে উপজেলা শিক্ষক সমতির সাধারণ সম্পাদক মো.বেলায়েত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আ. গফুর প্রামানিক। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন,এনায়েতপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এনামুল হক, জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো.আমজাদ আলী সরদার,অধ্যক্ষ মোবারক আলী প্রমুখ। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী রবিউল আলম বুলেট, ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী মুফতি নাসির বিন আজগর, জামাত ইসলামের আমির আব্দুল আজিজ সুমন। মানববন্ধন শেষে শিক্ষক সমিতির নেতাগণ ইউএনও অফিসে স্মারকলিপি প্রদান করেন।