নিজস্ব প্রতিবেদক : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ ঢাকা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপিঠ কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়।
এনিয়ে দ্বিতীয় বারের মতো শিক্ষা প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।
কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, শিক্ষক, পরিচালনা পর্ষদ, এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় সুন্দর দিক-নির্দেশনার কারণে ভালো শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য, ২০১৯ সালেও কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় ঢাকা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল। এছাড়াও ২০১৬, ২০১৭ ও ২০১৯ সালে বিদ্যালয়টি নবাবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়।