ঢাকার দোহার উপজেলায় বাবার চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য প্রবাসী ও দেশের বিত্তবানদের প্রতি মানবিক সাহায্যের আবেদন করেছেন সাংবাদিক অলি আহম্মেদ। দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অলি আহমেদের পিতা শেখ দুলু মিয়া স্কীন ক্যান্সারে আক্রান্ত হয়ে তিন বছর ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন।
দিন দিন তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ছে। তার উন্নত চিকিৎসার জন্য প্রায় দশ লক্ষ টাকা প্রয়োজন বলে জানান তার পরিবারের সদস্যরা।
সাংবাদিক অলি আহমেদ বলেন, তিন বছর আগে বাবার শরীরে স্কীন ক্যান্সার ধরা পরে। তখন থেকেই নিজেদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি বাবার চিকিৎসার জন্য। খুলনা ও ঢাকা ক্যান্সার হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। কিন্তু দিন দিন তার অবস্থার আরও অবনতি ঘটছে। তাকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য অনতিবিলম্বে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এ উন্নত চিকিৎসার জন্য জরুরিভাবে ১০ লাখ টাকা প্রয়োজন। দীর্ঘদিন বাবার চিকিৎসা চালিয়ে বর্তমানে আর্থিক সংকটে সাংবাদিক অলি আহম্মেদ পরিবার। তাই অসুস্থ বাবার পাশে দাঁড়ানোর জন্য সমাজের হৃদয়বান এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন সাংবাদিক অলি আহমেদ।
সাহায্য পাঠানোর ঠিকানা: অলি আহম্মেদ , যোগাযোগ: ০১৯১৪০৪০৯৯৬, বিকাশ নাম্বার: ০১৮৬১১৪৪৯২২। দোহার- ঢাকা।


দোহার (ঢাকা) প্রতিনিধি: 












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































