কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে মসজিদের পার্শ্ববর্তী পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত তরুনীর (১৮) লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (১১ই জুন) সকাল ৮ টায় উপজেলার শাক্তা ইউনিয়নের পশ্চিম বামনশুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় নিহতের পরনে ছিল নীল-লাল রংয়ের প্রিন্টের থ্রিপিস। তবে গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিহতের পরিচয় শনাক্তের জন্য ওয়ারলেস মারফত বিভিন্ন থানায় ও গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে।কেরানীগঞ্জ মডেল থানার এসআই খাইরুজ্জামান জানান, সকালে মসজিদের পাশের পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক লাশের পরিচয় নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।