কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে। “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্ত্বরে জাতীয় সংগীত পরিবেশন করে পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসে। পরবর্তীতে উপজেলার প্রধান জামতলা সড়কের উপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এসময় বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন মানববন্ধনে অংশ গ্রহণ কারীরা। মানববন্ধনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ওয়াজেদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুদা ডেইজি , জেলা পরিষদ এর সদস্য জহির উদ্দিন, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব, সহকারী শিক্ষা কর্মকর্তা, সাংবাদিক রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সাংবাদিক খোকন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকগণ প্রমুখ।


মোঃ রফিকুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ 












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































