ইমরান খান রাজ : ঢাকার দোহার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন” এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনের সদস্যরা। শনিবার (২৬ জুন) বিকেলে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের দুবলি বাজার সংগঠনটির কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
এ সময় কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা সংগঠনের অতীত ইতিহাস, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ করনীয় সম্পর্কে আলোচনা করেন ৷
উল্লেখ্য যে, ২০১৭ সালের ২৫ ই জুন সংগঠনটি যাত্রা শুরু করে। একে একে চারটি বছর অতিক্রম করে পঞ্চম বছরে পা রেখেছে সংগঠনটি। ছাত্রদের ভর্তি সহায়তা, মেধাবী ও গরীব ছাত্রদের শিক্ষা উপকরণ বিতরণ, সমসাময়িক ইস্যু নিয়ে সভা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী, সেমিনার, বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক কর্মসূচি, করোনাকালীন বিপর্যস্ত মানুষের পাশে সাধ্যানুযায়ী সহায়তাসহ নানা ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করে আসছে অত্র সংগঠন। ছাত্রছাত্রীসহ গণমানুষের বই পড়ার প্রতি আকৃষ্ট করার জন্য একটি পাঠাগার তৈরির কাজ চলমান ৷ ইতোমধ্যে যার সিংহভাগ কাজ সম্পন্ন।সংগঠনের ভবিষ্য কার্যাবলি সম্পর্কে সদস্যরা জানান, কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং অসচ্ছল শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদানের উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ।


Reporter Name 












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































