নিজস্ব প্রতিনিধি : দোহার পৌরসভায় নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থেকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
এসময় তিনি বলেন, দেশে এই করোনা মহামারীসহ অন্যান্য প্রতিকূল পরিবেশে একমাত্র আওয়ামী লীগ সরকারের নেতা কর্মীরা মাঠে ছিলো, আগামীতেও মাঠে থাকবে। এসময় তিনি প্রতিটি এলাকায় অসহায় মানুষের মাঝে বিত্তবানদের সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহিন-উল ইসলাম, উপপ্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক রাহুল দাস, অভিনেতা ফয়সাল মাহমুদ, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারী, সহ-সভাপতি শফিক তালুকদার, শহিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম জিয়া, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক বিশাল আহম্মেদ মারুফ, মহিলাবিষয়ক সম্পাদক শেখ রুনু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপারী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, মঈনুল ইসলাম শিমুল, উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা তুহিন হুসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব শরীফ, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক শেখ সেন্টু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর চোকদার, মিজান মাহমুদ প্রমুখ।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































