দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের জামালচর গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। রাত পৌনে ২টায় এ ডাকাতি সংঘটিত হয় বলে জানা যায়। এঘটনায় ১০ ভরি স্বর্ণঙ্কার, ১ লাখ টাকা বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবারের দাবী।
বাড়ির মালিক আবুল কালাম জানান, রাত পৌনে ২টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ১০-১২ জনের একটি ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে।
পরে আলমারির তালা ভেঙ্গে ১০ ভরি স্বর্ণঙ্কার, নগদ ১ লাখ টাকা, ২টি মোবাইল সেট, ১২টি শাড়ি, ৬টা থিপিছ ও ৬টি বিদেশি কম্বল নিয়ে যায়। এ সময় বাড়ির বাহিরে আরও কয়েকজন অবস্থান করছিলো বলেও জানান তিনি।
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিক ভাবে আমরা ডাকাতির আলামত পেয়েছি। ভুক্তভোগী অভিযোগ করলে তদন্তে সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Reporter Name 
























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































