নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্বরণে দোয়া ও আলোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা কৃষকলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শিতার কারণে বিশ্ব দরবারে স্থান করে নিয়েছেন। কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম দল বাংলাদেশ আওয়ামীলীগ কিন্তু সেই উচ্চ শিখরে এখনো পৌঁছাতে পারেনি। কারণ দলে নিজেদের পিঠ বাঁচাতে হাইব্রিডরা আওয়ামীলীগে ঢুকেছে।
তিনি আরও বলেন, নিজেদের গ্রুপকে যারা ভারি করতে অন্যদলের লোকজনকে দলে টানছেন তারা দলের জন্য সবচেয়ে ভয়াবহ কাজ করছেন। তাই এখনো সময় আছে যারা নিজেদের স্বার্থে দলের এমন ক্ষতি করছেন, দয়া করে এসব থেকে বিরত হয়ে যান।
উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাড. জাহিদ হায়দার উজ্জলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, কৃষি কর্মকর্তা আসমা আক্তার, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. মো. সাফিল উদ্দিন মিঞাসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।