মো. কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলায় যাত্রী সংকটের মধ্য দিয়ে চলছে বাস, সি-বোট, নৌকাসহ অন্যান্য গণপরিবহন। দীর্ঘ ১৭ দিন বন্ধ থাকার পর ১১ ই আগস্ট সকাল থেকে চলছে গণপরিবহন। প্রথম দিন থেকেই দোহারের গণপরিবহনগুলোতে ছিল যাত্রী সংকট। সকাল থেকে মিনি কক্সবাজার নামে খ্যাত দোহারের মৈনটঘাটে গিয়ে দেখা যায় অল্প কিছু যাত্রী নিয়েই চলছে সি-বোট এবং ট্রলার। দোহার থেকে ফরিদপুরের উদ্দশ্যে স্বাভাবিক সময়ে প্রতি ৫ মিনিট পর পর সি-বোট ছেড়ে গেলেও যাত্রী সংকটের কারণে ৩০ মিনিট পর পর ছেড়ে যাচ্ছে।
অপর দিকে স্বাভাবিক সময়ে প্রতি ঘন্টায় বড় ট্রলার ছেড়ে গেলেও যাত্রী সংকটের কারণে বড় ট্রলারগুলোর চলাচল ছিল খুবই কম। দোহার থেকে ফরিদপুর আর ফরিদপুর থেকে দোহারে নৌ-পথে ছিল চরম যাত্রী সংকট শুধু নৌপথেই নয় দোহারে স্থল পথেও ছিল যাত্রী সংকট। মৈনটঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যমুনা ও দ্রুত পরিবহন বাস গুলোতে ছিল নামে মাত্র কয়েকজন যাত্রী। কোনো কোনো বাসে ছিল না যাত্রী। দোহারের জয়পাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আরাম, নগর ও জয়পাড়া পরিবহনে ও যাত্রী সংকট দেখা গেছে। নৌ-পথে ও স্থলপথে যাত্রী সংকটের কারণে লোকসানের মুখে পড়ছেন ট্রলার ও বাস চালকরা।
মৈনটঘাটের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার মুন্সি জানান, আগের তুলনায এখন যাত্রী খুবই কম। আমরা ঘাট কর্তৃপক্ষ খুব লোকসানের সম্মুখীন হচ্ছি। ” কয়েকজন বাস চালক জানান,” আমরা খালি বাস নিয়ে নিয়ে মৈনটঘাট থেকে যাচ্ছি কার্তিকপুর ও নবাবগঞ্জ থেকে কিছু যাত্রী উঠে। এতে আমাদের খরচের পয়সা ও হয় না। সি-বোট চালক নাদের মোল্লা জানান, ” আগের তুলনায় এখন যাত্রী খুব কম। যাত্রী কম থাকার কারণে আমরা টিপ কম পাচ্ছি। আমাদের লোকসান হচ্ছে। অতি দ্রুত যাত্রী সংকট দূর হবে দোহারের গণপরিবহন গুলোর এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।