স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরেছেন টেস্ট স্কোয়াডে থাকা ৬ ক্রিকেটার। টেস্ট স্কোয়াডের সঙ্গে ফেরার কথা থাকলেও এদিন ফেরেননি পেসার এবাদত ও রাহী।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরেছেন টেস্ট স্কোয়াডে থাকা ৬ ক্রিকেটার। টেস্ট স্কোয়াডের সঙ্গে ফেরার কথা থাকলেও এদিন ফেরেননি পেসার এবাদত ও রাহী।দলের ৬ সদস্য হলেন- অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম অনিক, নাজমুল হোসেন শান্ত ও নাঈম হাসান।হারারেতে সিরিজের একমাত্র টেস্টে ২২০ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। অধিনায়ক মুমিনুল ব্যাট হাতে অবদান রাখেন। সাদমান পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শতক হাঁকিয়েছেন নাজমুল ইসলাম শান্তও। তবে রাব্বী ও নাঈম সুযোগ পাননি টেস্ট খেলার।হারারে থেকে জোহানেসবার্গ হয়ে দোহা এরপর ঢাকায় মঙ্গলবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টায় তাদের বহনকারী বিমান অবতরণ করে। দেশে ফিরে তাদের কোয়ারেন্টাইনে থাকার কথা রয়েছে।
১৬ জুলাই থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ২৩ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।