নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক হুমায়ন কবির, যন্ত্রাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নন্দনাল সিং, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ইউসুফ হারুণ টিপু, একেএম মনিরুজ্জামান তুহিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলমসহ স্থানীয় নেতা কর্মীরা।