নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের (বিসিভোয়া) দ্বি-বার্ষিক নির্বাচন-২০২১ উপলক্ষে মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ইঞ্জিনিয়ার মেহবুব কবির নেতৃত্বাধীন নৌ-যান ব্যবসা সমৃদ্ধি ঐক্য পরিষদের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার নারিশা চৈতাবাতর এলাকায় মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) এর সভাপতিত্বে ও খুরশিদ আলমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবির।
এই প্যানেল জয়ী হতে পারলে আগামিতে নৌ-যান মালিকদের স্বার্থ রক্ষায় কাজ করা হবে বলে জানান বক্তারা।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস.এম মহিউদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ হান্নান খান, সাবেক চেয়ারম্যান মহসিন শিকদার চঞ্চল।
প্যানেলের সদস্যবৃন্দদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাসুদ করিম, মোহাম্মদ আলী, মো. রেজাউল করিম, মো. রকিবুল ইসলাম (দিপু), মো. আলী হোসাইন, একেএম সামসুজ্জামান রাসেল, মো. মশিউর রহমান, আব্দুল মতিন তালুকদার, ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন শিকদার, মো. মোশারফ হোসেন, আব্দুল বাতেন রনি, মো. আনিসুর রহমান, মো. মিলন শিকদার, মো. আলমগীর হোসেন, আকন্দ মো. সোহরাব হোসেন, মো. শামিমুর রহমান শিপন, আলহাজ মো. আব্দুর রহমান, হাজী মো. আলমগীর হোসেন, মো. আক্তার ফারুক, মোড়ল আবু বকর সিদ্দিক এবং মো. সোহাগসহ প্রায় পাঁচ শতাধিক জাহাজ ব্যবসায়ীবৃন্দ।