মায়ের বকাঝকায় অভিমান করে রাজধানীর মগবাজারে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম- আহির বিশ্বাস (১৫)।সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহিরের মামা তাপস কান্তি বলেন, আহির মির্জাপুর ভারতশ্বরী হোমস স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। সকালে ওর মায়ের কাছে থেকে মোবাইলে ফোন পাই, আহির রুমের দরজা খুলছে না। পরে মগবাজারে ওদের বাসায় যাই। গিয়ে দেখি দরজা বন্ধ করে রেখেছে। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।
তিনি আরও জানান, করোনার কারণে স্কুল বন্ধ থাকায় বাসাতেই থাকত আহির। ঠিকমতো পড়ালেখা করত না। গত রাতে ওর মা বকাঝকা করেছে। সে কারণে অভিমানে আত্মহত্যা করেতে পারে আমাদের ধারণা।
তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার শষিকর গ্রামে। স্থানীয় ডা. রঞ্জিত বিশ্বাসের মেয়ে। তার বাবা ব্রাক্ষণবাড়িয়ায় কর্মরত আছেন। বর্তমানে মগবাজার গাবতলা এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। তার এক ভাইও। আহির পরিবারের বড় সন্তান।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।