ঢাকার দোহার উপজেলায় মেঘুলা বাজারের ব্যবসায়ীদের জন্য নিজস্ব অফিস ও পাবলিক শৌচাগার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার মেঘুলা বাজার পরিচালনা কমিটি ও ব্যবসায়ীদের আয়োজনে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘুলা বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন। এ সময় তিনি বলেন, মেঘুলা বাজারের নিরাপত্তার স্বার্থে বাজারকে কঠোরভাবে মনিটরিং করতে সিসি ক্যামেরা ও মাইকসহ বিভিন্ন উন্নয়ন কাজ করা হয়েছে। আগামী দিনে মেঘুলা বাজারকে আধুনিক করার লক্ষ্যে আমরা এ উন্নয়ন কাজ অব্যাহত রাখবো।
মেঘুলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহজাহান খালাসী, মেঘুলা বাজার কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নান, কাজী রুবেল, শাহিন মাঝি, দেলোয়ার মোড়ল, শাহ আলম মোড়ল, কামাল মোড়ল, মেঘুলা বাজার কমিটির সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলায়মান মৃধা, দপ্তর সম্পাদক মুকসেদ খান, সদস্য মুন্না, কাউছারসহ মেঘুলা বাজারের ব্যবসায়ীবৃন্দ।


Reporter Name 



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































