ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৮টা ২০ মিনিটে উপজেলার কলিগাঁও গ্রাম ও চৌরল বাজারের মধ্যবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. ফজর আলী এবং মো. সাজারুল নেংড়া।
তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানস্থল থেকে দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে- ১০০ সিসি হিরো হোন্ডা, সিডি ডিলাক্স মডেল মোটরসাইকেল।
অভিযানকারীদের সহায়তায় জব্দকৃত মোটরসাইকেল ও মাদকদ্রব্য রাণীশংকৈল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে থানা হেফাজতে নেয়।
পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি: 



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































