নওগাঁর সাপাহার উপজেলার নবাগত ইউএনও রোমানা রিয়াজ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বলেছেন, “সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের সহযোগিতা পেলে সাপাহারকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় তাঁর কার্যালয়ে সাপাহার প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক বাবুল আকতার, সাংগঠনিক সম্পাদক শরিফ তালুকদার, দপ্তর সম্পাদক তোফায়েল আহম্মেদসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।


মোহাম্মদ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি : 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































