মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে ইউএনও মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর মো মহিদুল ইসলামের উপস্থাপনায় অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অগ্নিকাণ্ডের সময় জরুরী মূহুর্তে, আগুন নেভাতে বিভিন্ন সরঞ্জামের ব্যবহার, প্রতিকার মূলক করনীয় বিভিন্ন দিক তুলে ধরা হয়, এসময় মহড়া দেখতে ভীড় জমান সাধারণ মানুষ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কৃত্রিম বুদ্ধি সৃস্টির দৃশ্য উপস্থিত সকলকে আনন্দ দেয়।
উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আককাস আলী, পিআইও গোলাম রাব্বানী, সমাজ সেবা অফিসার রেজওয়ানুল হক,একাডেমি সুপারভাইজার ফরিদুল ইসলাম, সাংবাদিক বরুন মজুমদার, লিয়াকত আলী, আয়নুল হোসেন, ছাত্র-ছাত্রীরা।