ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে সেখ মাহমুদ (২৬) নামে এ যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার চুড়াইন ইউনিয়নের জালালপুর চক এলাকার আরিয়ল বিলে ডুবে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেখ মাহমুদ গালিমপুর ইউনিয়নের পাইকস্যা গ্রামের মো. সিরাজ মাওলানার ছেলে বলে জানা গেছে। তারা পরিবারসহ গাজিপুরে বসবাস করতো।
স্থানীয় সূত্র জানায়, শনিবার শেখ মাহমুদ সস্ত্রীক গাজিপুর থেকে শ্বশুর বাড়ি চুড়াইন ইউনিয়নের মুসলেমহাটি গ্রামে বেড়াতে আসেন। আজ (রোববার) দুপুরে শালা-সম্বন্ধীদের নিয়ে শ্বশুর বাড়ি পার্শ্ববর্তী আরিয়াল বিলে গোসল করতে যায়। কোন এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। পরে ডুবুরি দল আসার আগে এলাকাবাসী ও স্বজনরা চার ঘণ্টা চেষ্টা করে মাহমুদের মরদেহ উদ্ধার করে।
নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি শুনেছি। পুলিশ বিষয়টি দেখছে।