নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অনুমোদন ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন। বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই খোলা বাজারে এভাবে দাহ্যপদার্থ বিক্রির কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা থাকায় আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়ে। অভিযানের নেতৃত্ব দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান সামীম।
এসময় উপজেলার শিকারীপাড়া থেকে মাঝিরকান্দা পর্যন্ত খোলা বাজারে তেল বিক্রির অপরাধে প্রায় ২০০ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করা হয়।
অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান আমাদের সময়কে বলেন, আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে সরকার অনেকটা হার্ড লাইনে রয়েছে। এমত অবস্থায় খোলা তেল বিক্রির বিরোদ্ধে সরকার অনর। তাই বাজারে যাতে কোন জ্বালানি তেল খোলা অবস্থায় বিক্রি করা না হয় সেদিকে আমাদের নির্দেশনা রয়েছে। সেই সাথে আমাদের নিয়মিত অভিযানের সাথে খোলা বাজারে জ্বালানী তেল বিক্রির বিরোদ্ধে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ইউএনও আরোও বলেন, যাদের বৈধ কাগজপত্র নেই তারা কোনোভাবেই এসব জ্বালানি তেল বিক্রি করতে পারবো না। প্রথম দিনের অভিযানে সবাইকে সতর্ক করে মুচলেকা নেওয়া হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল হালিম, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ উপস্থিত ছিলেন।