দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: নয়াবাড়ীর ইউনিয়নের কৃতি সন্তান, মানবতার ফেরিওয়ালা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ’র শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে কুসুমহাটি ইউনিয়নের বাস্তা এলাকায় তার নিজ বাড়িতে তাকে সমাধী করেন।
এর আগে নির্মল রঞ্জন গুহ’র শেষ বিদায়ের জন্য ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তার মৃতদেহ নিয়ে এলে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতার্কীরা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শ্রদ্ধা নিবেদন করতে আসেন দোহার-নবাবগঞ্জ তথা ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্ট্রা সালমান এফ রহমান। পরে তাকে ঢাকা থেকে নবাবগঞ্জ উপজেলা শহীদ মিনারে নিয়ে এলে সেখানেও তাকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরাসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শেষ বিদায় জানান।
এরপর দোহার উপজেলার জয়পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে তার মরদেহ নিয়ে আসা হলে এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয় কান্নার রোল। কেউ যেন মেনেই নিতে পারছেন না প্রিয় নেতার মৃত্যুকে।
এ সময় বক্তব্য রাখেন ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দোহার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেনসহ স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বাস্তা এলাকায় তার নিজ বাড়িতে নিয়ে আসেন। আর সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন করেন।
জানাযায়, গত ১২ জুন রাতে গুরুতর অসুস্থ অবস্থায় নির্মল রঞ্জন গুহকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে ১৬ জুন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। পরে বুধবার নির্মল রঞ্জন গুহ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
নির্মল রঞ্জন গুহর মৃত্যুতে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের এমপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।