নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা, আলোচনা সভা ও র্যালির অনুষ্ঠিত হয়েছে। ২১ মে শনিবার দুপুরে ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টির আয়োজনে র্যালিটি জয়পাড়ার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে করমআলীর মোড়ে এসে শেষ হয়। পরে উপজেলার লটাখোলা করম আলী ভবনের ২য় তলায় এ শুভেচ্ছা, আলোচনাসভা করা হয়। ঢাকা জেলার সভাপতি কমরেড আব্দুল বারেক এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় সদস্য কমরেড আজাহারুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য মাহমাদুল হাসান মানিক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য কমরেড করম আলী, জেলা সদস্য ও দোহার থানা সভাপতি কমরেড নাছির উদ্দিন পল্লব, জেলা সদস্য কমরেড সাইদুর রহমান, কমরেড আব্দুল জলিলসহ আরও থানা নেত্রীবৃন্দ। সভায় বক্তারা উপস্থিত সকল কমরেডকে সুবর্ণজয়ন্তীর ধন্যবাদ জানান ও চলমান বাজার ব্যবস্থার অনিয়ম মূল্যস্ফীতি নিয়ে সমালোচনা ও নিন্দা জানান।