নিজস্ব প্রতিবেদক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গৃহবধু অনামিকা আক্তার হত্যা মামলার বাদীকে মামলা তুলে নেয়ার জন্য প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মামলার অন্যতম আসামী জরিপ মিয়া আজ শনিবার বিকেলে মামলার বাদীকে এই হুমকি প্রদান করে।
মামলার বাদী অনু বেগম বলেন, ইকুরিয়া সরদারপাড়া এলাকার শওকাত আহমেদের ছেলে সাব্বির আহমেদের সাথে আমার মেয়ে অনামিকা আক্তারের সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকে সাব্বির আহমেদ যৌতুক দাবী করে। জরিপ মিয়ার সহযোগীতায় সাব্বির আহমেদ আমার মেয়ের কাছে ২ লাখ টাকা যৌতুক দাবী করে। যৌতুকের টাকা না দিতে পাড়ায় চলতি বছরের ২৬ মার্চ রাতে ইকুরিয়া মুসলিমপাড়া এলাকার একাধীক মামলার আসামী জরিপ মিয়ার শেল্টারে মেয়ের জামাই সাব্বির আহমেদ অনামিকা আক্তারকে নির্মামভাবে হত্যা করে। এই ঘটনায় নিহতের স্বামী সাব্বির আহমেদ, জরিপ মিয়া, জেহেদ আলী, আনিসুর রহমান, আসলাম মিয়ার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর থেকে একাধিক মামলার আসামী জরিপ মিয়া মামলা প্রত্যাহারের জন্য আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। আজ শনিবার বিকেলে হত্যা মামলা তুলে না নেওয়া হলে আমাকেও হত্যার হুমকি দেয়। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।
এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আসামীদের ধরার জন্য চেষ্টা চলছে।