নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের মত এবছরও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সাংবাদিক, পরিচালক ও মিডিয়া কনসালটেন্ট শেখ সেলিম। ১ মে রোববার দুপুরে দোহার পৌরসভার ২নং ওয়ার্ড চরজয়পাড়ার তার নিজ বাড়িতে কর্মহীন শ্রমিক, বিধবা, দিনমজুর, নির্মাণ শ্রমিক, রিকশাচালক প্রভৃতি পেশার মানুষকে খাদ্যসামগ্রী শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। সহযোগিতায় ছিলেন, মো. মিরাজ, দোলন ও ছিদ্দিকুর রহমান।
এসব উপহার প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, পোলাওয়ের চাল এক কেজি, দুই প্যাকেট সেমাই, চিনি এক কেজি, একটি সুগন্ধী সাবান, একটি গাওয়া ঘি, ও গরম মসলা ও দুধ। এসব খাদ্য সামগ্রী তুলে দেন শেখ কাজিম (অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী) ও সাংবাদিক নাট্যকার ও পরিচালক শেখ সেলিম।
এ আয়োজন প্রসঙ্গে শেখ সেলিম বলেন বর্তমান সরকার জনগণের সরকার, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু থেকেই কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন, বিভিন্ন সময়ে দেশের স্বার্থে মানুষের কল্যাণে প্রণোদনা প্যাকেজ চালু করেছিলেন , শুধু তাই নয় লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেন, এটা সত্যিই প্রশংসনীয়। পাশাপাশি আমাদের দোহার-নবাবগঞ্জ এর মাননীয় সাংসদ সালমান এফ রহমান বিভিন্ন দুর্যোগে ত্রানের পাশাপাশি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তাছাড়া আমাদের দোহার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন সার্বক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন।