নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় কুতুবপুর নৌপুলিশের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও জাটকাসহ ১০ জেলেকে আটক করা হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) উপজেলার কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামছুল আলমের নেতৃত্বে দোহারের পদ্মানদীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জাটকা ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে আটক করা হয়। একই সময় ১৫০০ মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃত ৯ জেলেকে অর্থদণ্ড দেয়া হয় এবং ১ জেলের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।
কুতুবপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. শামছুল আলম বলেন, মা ইলিশ রক্ষায় পদ্মানদীতে নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে অবৈধ কারেন্ট জাল ও জাটকাসহ মাছ শিকার করতে না পারে, তার জন্য নৌ-পুলিশ সার্বক্ষনিক টহল দিয়ে যাচ্ছে।