নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার পৌরসভার দক্ষিণ জয়পাড়া গাংপাড় এলাকায় থানার মোড় সংলগ্ন এলাকা হতে পশু হাসপাতাল পর্যন্ত পৌরসভার অর্থায়নে প্রায় এক কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে চরম জনদুর্ভোগে পড়েছেন পথচারীরা। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও।
সরজমিনে গিয়ে দেখা যায়, জয়পাড়া প্রধান সড়ক হতে রাস্তাটির প্রবেশ পথে ইট দিয়ে উচু করে রাখা হয়েছে যার কারণে সামান্য রিকশা চলাচলেও বিঘ্ন ঘটছে।
পথচারী ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ দুই বছর ধরে এই রাস্তার নির্মাণ কাজ বন্ধ হয়ে থাকায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বৃষ্টির দিনে এই রাস্তাটিতে চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যায় না। এছাড়াও চলাচলের সময় ঘটে ছোট বড় দুর্ঘটনা।
রাস্তাটি নির্মাণের ঠিকাদারের দায়িত্বে থাকা শেখ মো. সালাউদ্দিন বলেন, রাস্তাটির কাজ শেষ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। পরে রাস্তাটি ৪ ফিট প্রসস্থ করা হলে পৌরসভা থেকে ওয়ার্ক অর্ডার দেয়া হয়নি । এছাড়া এক ব্যক্তি গাইড ওয়াল না সরিয়ে নেয়ার কারণে আরও বিলম্ব হচ্ছে।
এবিষয়ে পৌরসভা প্রকৌশলী মশিউর রহমান বলেন, ওয়ার্ক অর্ডার কোনো সমস্যা নয়। সেখানে কয়েকজন ব্যক্তি গাইড ওয়াল সরিয়ে না নেয়ায় কাজ শেষ করা যায়নি। শীঘ্রই তাদের নোটিশ দেয়া হবে এবং রাস্তার কাজ শুরু করা হবে।