নিজস্ব প্রতিবেদক : স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উযাপন উপলক্ষে ঢাকার দোহারে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি। যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজ্জব মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারীসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম।


Reporter Name 
























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































