নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসব মূখর পরিবেশে প্রার্থীগণ মনোনয়ন পত্র জমা দেন। সোমবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এই কার্যক্রম। সকাল থেকেই উপজেলা নির্বাচন অফিস ছিলো প্রার্থী ও সমর্থকদের ভিড়ে উৎসবমূখর পরিবেশ। দোহার উপজেলায় ৫টি ইউনিয়নের নির্বাচন তফসিল ঘোষণা হওয়ায় সকল ইউনিয়ন গুলোর সাধারণ মানুষের মাঝে ভোটের উৎসবের আমেজ দেখা গেছে।
বিশেষ করে বিলাসপুর ইউনিয়নে দলীয় মনোনীত নৌকা মার্কা পেয়ে রাশেদ চোকদারের সমর্থকরা জয়পাড়া থানার মোড় হতে উপজেলা পরিষদ পর্যন্ত আনন্দ মিছিল করে। পরে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এর আগে মনোনয়ন পত্র জমা দেন মুকসুদপুর ইউনিয়নের দলীয় মনোনীত চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান, কুসুমহাটি ইউনিয়ন দলীয় মনোনীত কাদের মন্ডল , নয়াবাড়ি ইউনিয়নের দলীয় মনোনীত তৈয়বুর রহমান তরুন, নারিশা ইউনিয়নের দলীয় মনোনীত মো. আলমগীর হোসেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরাও থেমে নেই। এই পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন পত্র জমা পড়েছে, নয়াবাড়ি ইউনিয়নের ৬ জন, কুসুমহাটি ইউনিয়নের ৯জন, নারিশা ইউনিয়নের ৮জন, বিলাসপুর ইউনিয়নের ৮ জন, মুকসুদপুর ইউনিয়নের ১০ জন। সর্বমোট ৪১ জন প্রার্থী মনোনোয়ন জমা দেন। অপরদিকে মহিলা সংরক্ষিত পদে ৪৫ জন মনোনয়ন জমা দেন।
এবিষয়ে উপজেলা নির্বাচন কমিশন মো. রেজাউল ইসলাম জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী এই পর্যন্ত দোহারে ৫টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪১ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৪৫ জন প্রার্থী হিসাবে মোট ১৬১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রার্থীতা যাচাই-বাছাই ৬ জানুয়ারি এবং আগামী ৩১ জানুয়ারি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।