নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ এলাকায় অবস্থিত জুয়েল’স টিচিং হোম এর একাডেমির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) একাডেমির বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীদের নিয়ে কেক কেটে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে রাইপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম দিপু বলেন, জুয়েল’স টিচিং হোম থাকায় রাইপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকার ছাত্র-ছাত্রী প্রাইভেট পড়ার সুযোগ পাচ্ছে। আমার ছেলে-মেয়েরাও এখানে প্রাইভেট পড়ে সাফল্য পেয়েছে । এখন আর এলাকার ছেলে-মেয়েদের দূরে গিয়ে প্রাইভেট পড়তে হয় না। আমি এই একাডেমির সাফল্য কামনা করছি।
এসময় একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক আবু কায়সার জুয়েল সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ১১ বছর আগে মাত্র একজন ছাত্র দিয়ে আমি এই একাডেমির কার্যক্রম শুরু করেছিলাম। ধীরে ধীরে পড়াশোনার মান ও ভালো ফলাফলের মাধ্যমে আজ এই পর্যায় এসেছি। জেএসসি এবং এসএসসি পরিক্ষায় শতভাগ পাসসহ শ্রেণি ফলাফলে মেধা স্থান অর্জন করা এটা একাডেমির একটি বড় সাফল্য। এখানে মেধাবী গরীব ছাত্র-ছাত্রীদের ফ্রি পড়ানো হয়।
রাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নূর শিশু একাডেমি এন্ড গার্লস্ হাই স্কুলের সিনিয়র শিক্ষক রাজিব হোসেনসহ, একাডেমির বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীবৃন্দ।