নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল মান্নানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার দুপুরে উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ি থেকে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ১ হাজার ৫’শ কম্বল বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার মেহনাজ মান্নান, ধানমন্ডি থানা বিএনপির সহ-সভাপতি আবু নাসের লিটন, ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হাসান রাসেল, হাসান মাহমুদ, ঢাকা মহানগর পূর্ব সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন রুবেল, এসএম ইমরান হোসেন, ১৮নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব ইয়াসির আরাফাত অনিক, ধানমন্ডি থানা ১৫নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ইমন হোসেন, নিউ মার্কেট থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মনিরুজ্জামান মনির, নবাবগঞ্জের বিএনপি নেতা- আবেদ হোসেন, হারুন-উর-রশীদ ওসমানী, তপন মোল্লা, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম, কৃষকদল নেতা এমএ রশিদ, সেলিম চৌধুরী, বিএনপি নেতা আব্দুল বাতেন, এম এ ছালাম, আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা দেলোয়ার হোসেন সহ দুই উপজেলার ১৮টি ইউনিয়ন ও দোহার পৌরসভার নেতৃবৃন্দ।