নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাইপাড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী একলাল উদ্দিন আহমেদ নির্বাচনী উঠানবৈঠক সভা করেছেন। বুধবার বিকেলে উপজেলার রাইপাড়া ইউনিয়নের ইকরাশী আনছের মাদবরের বাড়িতে এ উঠানবৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে বক্তারা বলেন, একলাল উদ্দিন আহমেদ একজন সৎ , কর্মঠ, নিষ্ঠাবান ও সব শ্রেণি পেশার মানুষের কাছে অতি পরিচিত একজন মুখ। তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনীত হলে রাইপাড়া এলাকায় ভোটারদের আস্থা বাড়বে। এর আগে চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এ ইউনিয়নের অন্যান্য প্রার্থীর তুলনায় তিনি দলীয় মনোনয়নের যোগ্যপ্রার্থী।
যে কারনে আমরা আওয়ামী লীগের নীতি নির্ধারনী ফোরামের কাছে দাবি করছি এ ইউনিয়নের তাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক। উঠানবৈঠকে বক্তব্য রাখেন , আনছের বেপারী, বোরহান মাদবর, শহিদুল ইসলাম সদর , খুরশেদ আলম, আব্দুস সালাম শাকিল, আবু নইম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।