নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সারাদেশে ২৩ টি অসহায় গৃহহীন পরিবারের মাঝে ঘর প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে কর্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শাম্স পরশ।
সারাদেশের ন্যায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী একই সময়ে ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডী গ্রামের প্রয়াত যুবলীগ নেতা আমজাদ হোসেন এর অসহায় পরিবারের মাঝে নতুন ঘর প্রদান করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিনের অর্থায়নে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ এর তত্বাবধানে নির্মাণ করা হয় ঘরটি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এসময় এমন মানবিক কর্মকান্ডের জন্য যুবলীগকে ধন্যবাদ জানান তিনি। আলমগীর হোসেন বলেন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান দোহার ও নবাবগঞ্জের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এবং আর্থ সামাজিক উন্নয়নে তার কর্মকান্ড অব্যাহত রয়েছে।
আলমগীর হোসেন আরও বলেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গসংগঠণ যেভাবে মানুষের পাশে থেকে কাজ করছে, খুব শীঘ্রই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ তৈরি হবে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে।
দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিন বলেন, মানবিক এমন কাজে যুবলীগ দোহারের মানুষের পাশে ছিলো আগামীতেও থাকবে। দলের পাশাপাশি সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে সমাজটা আরও সুন্দও হবে।
সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ বলেন, করোনা পরিস্থিতি ও বন্যাসহ সকল দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে যুবলীগের সহায়তা অব্যাহত ছিলো। করোনাকালে যখন আপনজন লাশ কাধে নিতে চায়নি তখন যুবলীগ পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যুবলীগ মানুষের পাশে ছিলো ভবিষ্যতেও থাকবে। এদিকে আশ্রয়স্থল হিসেবে ঘর উপহার পেয়ে পেয়ে সকলকে ধন্যবাদ জানান প্রয়াত যুবলীগ নেতা আমজাদ হোসেনের স্ত্রী বকুল আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক উজ্জামান, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন রশু, সাধারণ সম্পাদক মাসুদ পত্তনদার, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভপাতি আব্দুল কাদের মন্ডল, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, দোহার উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাহিম কমিশনার, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক সজল আশ্রাফ চৌধুরী, পৌরসভা যুবলীগের আহ্বায়ক দেওয়ান মোশারফ হোসেন, পৌর যুবলীগ নেতা হুমায়ন কবিরসহ আরও অনেকে।